ঔষধের গাড়ীতে পানির বোতল, টিস্যু বক্স ও ফাকা কার্টুনের নিচের আড়াল করে ১০০ কেজি গাজার চালান পাচারের সময় র্যাব-৫ এর হাতে দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
১৯ আগস্ট ২০২১ তারিখ রাত ০২.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁ জেলার সদর থানাধীন বাইপাস মোড়স্থ পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ১০০ কেজি গাঁজা, ২১২ বোতল মাম পানি (প্রতিটি ১ লিঃ), ২৫০ পিচ টিস্যু বক্স, ২৫ টি খালী কার্টুন, ০১ টি কাভার্ড পিকআপ ভ্যান, ০১ সেট গাড়ীর কাগজপত্র, নগদ=৪,০০০/- টাকা এবং আসামী ১। মোঃ শাহজালাল (২১), (ড্রাইভার), পিতা-মৃত্য আঃ মান্নান, মাতা-ফুলেছা বেগম, সাং-হীরাকান্দা, ২। মোঃ আবুল বাশার (২৭), পিতা-মৃত্য মোঃ খুরশিদ, মাতা-মোসাঃ বিলকিস বেগম, সাং-দিলারপুর, উভয়থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।
Leave a Reply