গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অদ্য ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্তরস্থ রাজশাহী বিজ্ঞান স্কুলের পশ্চিম দিক সংলগ্ন মেসার্স ভাই ভাই ভলকানাইজিং এর সামনে অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, ৪০ কেজি গাঁজা,০১ টি পিকআপ, ৮৬ পিস খালী ক্যারেট, ০১ সেট গাড়ীর কাগজ এবং আসামী মোঃ সবুজ (২৯), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ কামরুন্নাহার, বর্তমান ঠিকানা- সাং-ওলউন (সোয়াগাছী বাজারের পাশে), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা, স্থায়ী ঠিকানা-সাং-চিখটিয়া (আমজাদ বেপারীর বাড়ী), ডাকঘর- রাজাপুর বাজার, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাকে হাতেনাতে গ্রেফতার করেন।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।
Leave a Reply