মাননীয় প্রধানমন্ত্রী গত ০৩ মে ২০২১ তারিখে র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মাদকবিরোধী অভিযান জোরদার করতে বিশেষ নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী, এই দিক নির্দেশনা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন।
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে র্যাবের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
গত ৪ আগস্ট ২০২১ তারিখ র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব ১ এর অভিযানে রাজধানীর বনানী এলাকায় বিকেল হতে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে শামসুন্নাহার স্মৃতি ওরফে নায়িকা পরিমনি(২৬) কে ৩৩ বোতল বিভিন্ন প্রকার দেশী মদ সহ দেড় শতাধিক ব্যবহৃত বিদেশি মদের বোতল ,ইয়াবা,সিসা সামগ্রী সহ এল এস ডি, সামগ্রীর ও ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের হতে চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হয়।
গ্রেফতারকৃত পরীমনি পিরোজপুরের কলেজে এইচ এস সি অধ্যায়নরত অবস্থায় চিত্র জগতে প্রবেশ করেন ২০১৪ সালে,২০১৬ সাল হতে অ্যালকোহল আসক্ত হয়ে পড়েন, এবং নিয়মিত সেবন করে আসছে। বাসায় বসিয়েছে মিনি বার, সেই সুবাদে তার ফ্ল্যাটে চলতো ঘরোয়া মদের পার্টি রমরমা ব্যবসা।
অভিযানে পরিমনির সাথে গ্রেফতার করা হয় পরীমনির ম্যানেজার মোহাম্মদ আশরাফুল ইসলাম দিপু (২৯)কে। এবং তাদের জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ নজরুল ইসলাম ওরফে রাজ ও রাজ এর সহযোগী মোঃ সবুজ আলী।
গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতারকৃত শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং মোঃমাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় দশ বারোজনের একটি সিন্ডিকেট তৈরি করেন উক্ত সিন্ডিকেটে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে গুলশান বারিধারা বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকে। উক্ত পার্টিতে অংশগ্রহণকারীদের নিকট হতে সিন্ডিকেট সদস্যরা বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন অংশগ্রহণকারীরা সাধারণত উচ্চবিত্ত অভিজাত পরিবারের সদস্য। প্রতিটি পার্টিতে ১৫,২০ জন অংশগ্রহণ করত এছাড়াও সিন্ডিকেটটি বিদেশে প্লেজার ট্রিপের আয়োজন করতো। একইভাবে উচ্চবিত্ত প্রবাসীদের জন্য দুবাই ইউরোপ ও আমেরিকা এই ধরনের পার্টির আয়োজন করা হতো পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা পছন্দের গুরুত্ব দিয়ে পার্টি সমূহ আয়োজন করত। গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম রাজ এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করতেন। সুদূরপ্রসারী পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছেন ও স্বার্থ চরিতার্থ করতেন গ্রেপ্তারকৃত রাজ তার “রাজ মাল্টিমিডিয়া”কার্যালয়টি অনৈতিক কাজে ব্যবহার হতো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply