সরকারি নির্দেশনায় পার্বত্য জেলা রাঙামাটির বরকলের মানুষকে করোনার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে প্রথম থেকে কাজ করে যাচ্ছে বরকল উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও উপজেলার মানুষকে ঘরে রাখতে ও করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলা ব্যাস্ততম সুভলং বাজারে উপজেলা প্রশাসনের মোবাইল টিম দিনব্যাপী কাজ করছেন।সুভলং সেনাবাহিনী দায়িত্বরত মেজর খান মোহাম্মদ শফিউল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানা যৌথভাবে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন।
এদিকে স্থানীয়রা সরকারি নির্দেশনাকে সমর্থন করে বিনা কারণে ঘর থেকে বাহির হচ্ছেনা।যারা বিভিন্ন জরুরী কাজে বের হচ্ছে তাদের সকলে মুখে মাস্ক লক্ষ্য করা গেছে। এছাড়াও প্রায়ই থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে মানুষ খুব কমই ঘর থেকে বাহির হচ্ছে বলা চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান,আজ বরকল উপজেলার সুবলং -এর স্থানান্তরিত খোলা চরের সাপ্তাহিক বাজারে সুবলং সেনাবাহিনীর, ব্যাটালিয়ান সদস্য, সুবলং ফাঁড়ির পুলিশফোর্স ও জনপ্রতিনিধিসহ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।
এ সময় সবাইকে মাস্ক পরা, বাজারে অযথা ঘোরাফেরা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য বিধি-নিষেধ মাইকিং করা হয়।
Leave a Reply