মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনাঘটেছে, এতে উভয় পক্ষের নারীসহ ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানাগেছে। বৃহস্পতিবার (১২ জুন) এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে
চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রহিম গং লোকজনের সাথে মোশাহিদ মিয়া, তুলাই মিয়া গং লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে উভয় পক্ষ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও লাখাই উপজেলা দাঙ্গা নিয়ন্ত্রণ কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলী বলেন, সন্দেহভাজন স্বর্ণালঙ্কার চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সুত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।