
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করেন উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আলম।
পতাকা উত্তোলন শেষে এক রেলী এবং মানববন্ধনের আয়োজন করা হয়। রেলী এবং মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের প্রত্যয় ব্যক্ত করেন।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি রফিকুল আলম এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এমএ মান্নান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজ বাহাউদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা আনসার-ভিডিপি প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূলে সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সামাজিক পরিসরে নৈতিক শিক্ষার প্রসার জরুরি। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ালে দুর্নীতি কমানো সম্ভব। তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
দূর্নীতি বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”।
আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী শপথের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply