মলম পাটি ব্যাটারি চালিত অটো, নগদ টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। আবু বক্কর সিদ্দিক সবকিছু হারানোর পরও হাসপাতালের বিছানায় অচেতন। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে।
বুধবার (৪আগস্ট) সকালে, যথারীতি, তিনি জীবিকার সন্ধানে অটো নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করতে বাসায় এলেও গতকাল রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার পরিবার উদ্বিগ্ন ছিল। ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে ছেলে শিরিফুল জানতে পারে তার বাবা হাসপাতালে আছেন।
আবু বক্করের ছেলে শিরিফুল লালমনিরহাট বৃহস্পতিবার বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, তার বাবা লালমনিরহাটের বিডিআর গেট এলাকায় একটি নার্সারির পাশে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন এবং স্থানীয়রা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। নার্সারির সামনের এক ফল ব্যবসায়ীকে জানানো হয় যে বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক আবু বক্করকে নার্সারির পিছনে অজ্ঞান অবস্থায় দেখে তাকে প্রধান সড়কে নিয়ে আসে। পরে তারা আবু বক্করকে হাসপাতালে নিয়ে যায়।
আবু বক্করের ছেলে জানান, শুধু পাঁচটি ব্যাটারিওয়ালা অটো নয়, তার বাবার সঙ্গে জমি, ২৫,০০০ টাকা বন্ধক এবং আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোনও অজ্ঞাতপরিচয় চক্রটি নিয়ে গেছে। গত কয়েক দিনে জেলায় এই ধরনের আরও ঘটনা ঘটেছে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সচ্ছল জনগোষ্ঠী শহর ও গ্রামে চুরি ও লুটপাট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে।
Leave a Reply