প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ১১:৪৮ এ.এম
লালমনিরহাটে কুরআন অবমাননায় গণপিটুনিতে একজনের মৃত্যু।

২৯ নভেম্বর বিকেলে আসরের নামাজের পর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কেন্দ্রীয়(বাজার) মসজিদে ঢুকে পবিত্র কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে অজ্ঞাত দুই ব্যক্তি। অপরিচিত দু'জন লোক মোটর সাইকেলে এসে মসজিদে ঢুকে কোরআনের উপর পা রেখে মসজিদের মোয়াজ্জিন ও ইমামকে অস্ত্র বের করতে বলে। তারা বলে মসজিদে অস্ত্র আছে দ্রুত বের করেন।ঘটনাটি জানাজানি হলে স্হানীয়রা দুজনকে আটক করে ইউনিয়ন পরিষদে হেফাজতে নেওয়া হয়।সন্ধ্যায় উত্তেজিত জনতা ঢিল ও লাঠি দিয়ে মারতে মারতে একজনকে মেরে ফেলে এবং অন্যজন পালিয়ে যায়। উত্তেজিত জণতা নিহতের লাশ ও মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। নিহতের নাম শহিদুন্নবী জুয়েল বাসা রংপুর শহরের শালবান এলাকায়।জুয়েল রংপুর ক্যান্টপাবলিক স্কুলের সাবেক শিক্ষক বলে জানা গেছে।তার বাবার নাম আবদুল ওয়াজেদ মিয়া। উত্তেজিত জণতা রাস্তার মোড়ে মোড়ে পেট্রোল দিয়ে টায়ারে আগুন দিয়ে বিক্ষুদ্ধ প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে। সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বুড়িমারী ও আশেপাশের এলাকায় প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার আবিদা সুলতান অবস্থান করছেন।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.