আনিছুল ইসলাম রাজিব ,স্টাফ রিপোর্টারঃ দশম শ্রেণীর এক ছাত্রীর উপর অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
দশম শ্রেণীর এক ছাত্রীর উপর অশ্লীল আচরণের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনা লালমনিরহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম ফেরদৌস আলী। সে লালমনিরহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ে শিক্ষকতা করেন। ঘটনার বিবরণে জানা যায়, লালমনিরহাটের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বোরকা পরে স্কুলে যাওয়ায় অশ্লীল ভাষায় গালাগালি করে ওই স্কুলের আইসিটি শিক্ষক ফেরদৌস আলী। গত বুধবার স্কুলের টিফিনের পরে আইসিটি শিক্ষক ফেরদৌস আলী দশম শ্রেণীতে ক্লাস নিতে যায়, এসময় বেগম (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে বোরখা পরে স্কুলে আসায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে ঐ শিক্ষার্থী তার প্রতিবাদ করলে বোরকা পরায় তোকে বেশ্যার মত লাগে বলে মন্তব্য করেন ঐ শিক্ষক। এরপরে ঐ শিক্ষার্থী স্কুলের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার এবং ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামকে মৌখিকভাবে বিষয়টি জানায়। কিন্তু কার্যকর কোনো রকম কোনো ব্যবস্থা না নেয়ায় মেয়েটি বাধ্য হয়ে বাড়ী চলে যায়। বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। মেয়েটির বাবা রফিকুল তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সভাপতির কাছে আবারও বিচার চাইতে গেলে তাতেও কোনো লাভ হয়না, বরং মেয়েটির বাবাকে অপমানজনক কথাবাত্রা বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। এবং এরই অংশ হিসেবে গতকাল সোমবার স্কুলের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এলাকাবাসীরা। উক্ত মানববন্ধনে এলাকাবাসীর উপস্থিতি বাড়তে থাকলে সভাপতির লোকজন এলাকাবাসীর উপর চড়াও হয় এবং কর্মসুচি ভেস্তে যায়। এরপর মেয়েটির বাবা বাধ্য হয়ে তার পরিবারের সকল সদস্য এবং তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক কৌশলে জরুরি মিটিংয়ের কথা বলে স্কুল ছুটি ঘোষণা করেন। মেয়েটির চাচা বলেন আমি সভাপতিকে বিচার দিয়েছিলাম, তিনি আমাকে এ বিষয়টি কাউকে বলতে নিষেধ করেছেন, এবং আমাকে সে আরো বলেছে আপনার না পোষালে আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমরা জানতে পারি এর আগেও আইসিটির ওই শিক্ষকের বিরুদ্ধে অন্য ছাত্রীর সাথে অশালীন আচরণ করলেও সেবার তিনি সবার কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়। এবং শিক্ষক প্রভাবশালী হওয়ায় বারবার এমন কাণ্ড করে পার পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ এলাকাবাসীর। উক্ত বিষয়টির ব্যাপারে লালমনিরহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, আমার স্কুলের আইসিটি শিক্ষক একজন ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এবং এ বিষয়ে মেয়েটি অভিযোগ করায় ওই শিক্ষক তার বাড়িতে গিয়ে মাফ চেয়ে এসেছে। আজ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমরা জরুরী মিটিং ডেকেছি। এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ওই স্যার তো ক্ষমা চেয়েছে, এখন আর কি করা লাগবে সাংবাদিকরা আসে ধান্দা করার জন্য, আমরা প্রতিষ্ঠানিক ভাবে এর ব্যবস্থা নেবো। এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি খোঁজখবর নিয়ে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।