ভোলার লালমোহনে পানিতে ডুবে মীম (৩) ও সাইদ (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে মীম ও সাইদ খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। আত্নীয়স্বজন অনেক খোজাঁখুজির পর তাদেরকে পানিতে ভাসতে দেখে তাদের নিয়ে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। জানা যায়, মীম ও সাইদ দুজন চাচাতো ভাই বোন। তাদের বাড়ী লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা গ্রামে। মীম ঐ এলাকার জাকিরের মেয়ে এবং সাইদ হলো শাহিনের ছেলে। এ ব্যাপারে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply