বিশেষ প্রতিনিধি
ভোলার লালমোহন থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া সরকারি সম্পদ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরভূতা ইউনিয়নের ১৭০ নম্বর তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার সিস্টেমের ব্যাটারি চুরির ঘটনায় পৌরসভা ৯ নং ওয়ার্ড মিজান কসাই ও জাকির নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সোলার সিস্টেমের ব্যাটারি চুরি হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। এরপর লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তদন্তের পর চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ মিজান ও জাকিরকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, “সরকারি সম্পদের নিরাপত্তায় পুলিশ সবসময় সজাগ রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে।