বাগেরহাট জেলার শরণখোলায় ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল জান্নাতি (১৫) নামের এক কিশোরী। ৭ জুলাই বুধবার দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামে ওই বাল্যবিবাহ বন্ধ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে জান্নাতি (১৫) কে বাল্য বিবাহ দেয়ার আয়োজন চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান বুধবার দুপুরে ওই বাড়িতে হাজির হন। বর পক্ষের লোকজন বিষয়টি টের পেয়ে তারা কৌশলে সটকে পড়ে। পরে পুলিশের সহযোগীতায় বিয়ের সকল কার্যক্রম বন্ধ করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত জানান, ওই বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা সহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।