শরীয়তপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকা সহ উপ-ব্যাবস্থাপক মোহাম্মদ মনির হোসেন কে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার ৬ এপ্রিল দুপুর ১ টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয়ে ঘুষ গ্রহনের সময় হাতে নাতে ধরা পরেন তিনি। এ তথ্য দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয় সুত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে ১০০ টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্লট রয়েছে।বিসিকের উপ- ব্যাবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে,তিনি বিভিন্ন কৌশলে প্রতারণা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতেন, তার স্ত্রীর নামে বিসিকের একাধিক প্লট নিয়েছেন বলে ও অভিযোগ রয়েছে।একজন শিল্প প্লটের মালিক আজ বৃহস্পতিবার বিসিক কর্মকর্তা মনির হোসেন কে ৫০ হাজার টাকা ঘুষ দেন, এ সময়ে অভিযানে দুদক মাদারীপুর কার্যালয়ের উপ পরিচালক আতিকুর রহমান স্যারের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে মনির হোসেন কে ৫০ হাজার টাকা সহ হাতেনাতে আটক করেন পরে তাকে গ্রেফতার দেখানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে এবং ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপ- ব্যাবস্থাপক মোহাম্মদ মনির হোসেন কে আটক করা হয় এবং পরে তাকে প্রক্রিয়া অনুয়ায়ী গ্রেফতার দেখানো হয়েছে।
Leave a Reply