বর্তমান সময়ের নাটকে সবচেয়ে আলোচিত সমালোচিত পরিচালক হিসেবে শাকিল খান নিরব একটি ভালো অবস্থান তৈরি করেছে । শাকিল খান নিরবের বানানোর প্রতিটি নাটক দর্শক অনেক ভালোভাবে গ্রহণ করেছে । এবং শাকিল খান নীরবে এর বানানো নাটকে কোনো রকম খারাপ দৃশ্য ছাড়া সামাজিকভাবে সকলে দেখতে পারে এধরনের স্ক্রিপ্ট এর মাধ্যমে তিনি প্রতিটি দর্শকদেরকে মনমুগ্ধকর সুন্দর এবং বাংলা ভাষায় যে সুন্দর সুন্দর নাটক বানানো যায় তার নিদর্শন হিসেবে তুলে ধরতে পরিচালক হিসেবে শাকিল খানের যত তার থেকে বেশি সমৃদ্ধ নাটকের স্ক্রিপ্ট লেখার জন্য কলম শাকিল খানের প্রতিটি স্ক্রিপ্ট অনেক সুন্দর সুন্দর কথা থাকে যা মানুষকে অনুপ্রাণিত করে । এরই ধারাবাহিকতায় এবার শাকিল খান নিরব একক নাটক নির্মাণ করতেছে নাটকে অভিনয় করবে নবাগত ফারজানা অর্থি । নাটকের গল্পে একজন গ্রাম্য মিয়ে প্রেমের বিষয় উটে এসেছে । নাটকটি তে আরো অভিনয় করবে জোভান ও অনিক সহ আরো অনেকে।