কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাঙ্গনকবলিত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো ওসমান মেম্বরের নেতৃত্বে একটি চক্র।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার বিকেলে সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনার তীরবর্তী বল্কহেডে বালু আনলোড করার দায়ে আরিফুল ইসলাম (২২) নামে একজনের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ করে দেওয়ায় সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
অপরদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের মুল হোতা পোরজনা ইউনিয়ন পরিষদের প্রভাবশালী সদস্য ওসমান গনিকে আইনের আওতায় আনার আহবান জানিয়েছে সুধীমহল।