সিরাজগঞ্জ জেলা অন্তরগত শাহজাদপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে বাংলাদেশ
পল্লী উন্নয়ন বোর্ড শাহজাদপুর শাখার আয়োজনে এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয় ।
এসএমই ঋন বিতরণে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ
শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মামুনুর রশিদ লিয়াকত, সিরাজগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের ডিডি জিহাদ খান, ইউসিসি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমূখ। বক্তব্য শেষে উপজেলার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ২ লক্ষ করে মোট ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply