কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে শাহজাদপুর থানা পুলিশ। হত্যাকারীকে গ্রেফতারের পাশাপাশি লুন্ঠিত মোবাইল, ভ্যানের ০৪ টি ব্যাটারী ও চাবি এবং ভ্যান বিক্রয়ের নগদ ৫,৫০০/- টাকা উদ্ধার এবং হত্যাকান্ডে ব্যবহৃত বাশের লাঠি ও লুংগি জব্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গত ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ০৪.৩০ ঘটিকায় শাহজাদপুর থানা পুলিশ অত্র থানাধীন ০৩ নং পোতাজিয়া ইউনিয়ন এর মন্ডলপাড়াস্থ জনৈক আব্দুল হাকিমের ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা ১৫/১৬ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানা পুলিশ উক্ত অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করাসহ তাহার হত্যাকারী গ্রেফতারের জন্য অভিযানে নেমে পড়ে এবং পার্শ্ববতী বেড়া, ফরিদপুর ও সাথিয়া থানা কে অবহিত করে।
গতকাল বুধবার বিকালে মৃত রাসেলের পরিবার ফেসবুকের মাধ্যমে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে ভিকটিমের লাশ দেখে চিহ্নিত করে। ভিকটিমের নাম মো: রাসেল (১৫), পিতা- মো: রবিউল ইসলাম, সাং- ডেমরা, থানা- ফরিদপুর, জেলা- পাবনা। মৃত রাসেলের বাবা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী করে শাহজাদপুর থানাতে একটি লিখিত এজাহার দিলে অফিসার ইনচার্জ হত্যা মামলা রুজু করেন।
মৃত রাসেলের পরিবারকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত রাসেলের বাবা রবিউল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। তিন ভাইয়ের মধ্যে সে ছিল মেঝ ছেলে। তার বড় ভাই রাজেব (২০) পেশায় একজন পিক আপ চালক । তার ছোট ভাই রাকিবুল (১০) বাঘাবাড়িতে তেলের ডিপোতে থাকে ।
মৃত রাসেল সংসারে অভাবের কারনে পড়াশোনা করতে পারে নাই। সে বাঘাবাড়িতে তেল ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করত। ২/৩ মাস পূর্বে সে বাঘাবাড়ি থেকে নিজ এলাকাতে চলে যায় এবং তার আত্নীয় জনৈক কাশেমের ব্যাটারি চালিত ভ্যান ভাড়া নিয়ে চালাত। গত ইং ০১/১০/২০২৩ তারিখ রোজ রবিবার বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় মৃত রাসেল তার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাসেল রাত গভীর হয়ে গেলেও বাসায় ফিরে না আসলে তারা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে। কোথাও খুজে না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ খায়রুল বাশারের তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত শাখাওয়াত হোসেন ও এসআই শারফুল সংগীয় পুলিশ ফোর্স মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আবু সাঈদ মন্ডলের ছেলে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।