কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ২টি গাঁজা গাছসহ মোঃ দুলাল মন্ডল (৪০) নামে একজন গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ঠুটিয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো. দুলাল মন্ডল উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুটিয়ার চর গ্রামের মো. খাজা মন্ডলের ছেলে। বাড়ির আঙিনায় ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ চাষি গ্রেফতার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ঠুটিয়ার চর গ্রামে অভিযান চালিয়ে মো. দুলাল মন্ডলকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতঘরের আঙ্গিনা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা প্রায় ১০ ফুট। তিনি বিক্রির উদ্দেশ্যে এ গাছের পরিচর্যা করছিলেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, গ্রেফতারকৃত দুলাল মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।