সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শাহজাদপুর মৎস্য অধিদপ্তর কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে শাহজাদপুরে কর্মরত সাংবাদিক বৃন্দের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর সভাপতিত্বে এ মতবিনিময়সভা উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান সুলতান, সফল মৎস্য চাষি ও আওয়ামীলীগ নেতা কে এম নাসির উদ্দিন । এ মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা বলেন,অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরনে বাংলাদেশ তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য হলো, মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদ কে আরো মজবুত ও স্বনির্ভর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা গড়ার প্রত্যায়ে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা।
এর আগে সকালে ভিডিও কনফেরান্সের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মৎস্য সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন।
Leave a Reply