কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ৩নং প্লাটুনের সামনে বড়াল নদীর পানিতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির লাশ। এলাকাবাসি জানায়, বুধবার সকালে বাঘাবাড়ি নৌবন্দরের শ্রমিকেরা কাজে এসে লাশটি নদীর পানিতে ভাসতে দেখে রূপবাটি ইউনিয়নের চেয়ারম্যান ও বাঘাবাড়ি নৌবন্দরের লেবার এজেন্ট আব্দুল মজিদকে জানানোর পর পুলিশে খবর দেন তারা। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি শাহজাদপুর থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসেছেন।
লাশটি নদীর পানিতে ভাসতে থাকায় এর সুরতহাল রিপোর্ট তৈরি ও লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন নৌপুলিশ। তাই সিরাজগঞ্জ নৌপুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নেবেন। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, নৌপুলিশ এসে উদ্ধার কাজ শুরু করেছেন। তারা এই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠাবেন।
তিনি আরও বলেন, এই ঘটনা তদন্ত ও মামলা হবে সিরাজগঞ্জ নৌপুলিশ থানায়। অজ্ঞাত মরদেহটি উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরিচয় সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে লাশ ভাসার খবরে সকাল থেকে শত শত উৎসুক জনতা লাশ দেখতে সেখানে এসে ভিড় করেন।