কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইচের ৫ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তাঁত বস্ত্র ব্যাবসায়ী সমিতির আয়োজন করেন।
এনামুল হাসান মোজমাল স্মরণে সোমবার বিকেলে করতোয়া নদীতে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর সভাপতিত্বে এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
আয়োজক কমিটির পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতাকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলু, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামসুল হক, মনিরুল গণি চৌধুরী শুভ্র, আব্দুস সালাম ব্যাপারী, হাবিবুল হক সাব্বির,ব্যাবসায়ী আব্দুল মান্নান ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মামুন, যুবলীগ নেতা সবুজ ইসলাম, ব্যাবসায়ী আমানত সরকার,আবু শামীম,বাচ্চু,সন্টু,স্বজল, সজিব প্রমুখ।
নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। নদীর দুই পাড় ও করতোয়া ব্রীজ কানায় কানায় পুর্ন হয়ে যায়।
আয়োজক কমিটির সদস্য পৌর কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক ও ব্যাবসায়ী আনিছ প্রামানিক বলেন, মানুষকে আনন্দ দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতে আরো বড় পরিসরে আমরা নৌকা বাইচের আয়োজন করবো ইনশাআল্লাহ।