শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ শাহজাদপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
৫ আগষ্ট সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, তার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ দিবসটি উপলক্ষে গাছের চারা বিতরন করা হয়। পৌর এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত করা হয় ও শেখ কামালের দৃষ্টিনন্দন ব্যানার প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, শাহজাদপুর সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ।