সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইল চোর ধরায় বাড়িতে হামলা, ভাংচুর, লুটের ঘটনায় দুই নারী আহত হয়েছে।
জানাযায়, উপজেলার গারাদাহ ইউনিয়নের গারাদাহ চরপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র তামিম আহমেদ ফারুকের কয়দিন আগে একটি স্মার্ট ফোন হারিয়ে যায়। পরে গত বুধবার বিকেলে একই গ্রামের মোঃ লবীন প্রামানিকের পুত্র মোঃ রাসেলকে মোবাইল চোর শনাক্ত করে ফারুকসহ গ্রামের কিছু লোকজন তাকে মারধর করে। পরে রাসেলের অভিবাকগন মোবাইল ফিরিয়ে দেয়ার কথা বলে রাসেলকে উদ্ধার করে নিয়ে যায়।
এ দিন রাত ৮ টার সময় আকষ্মীকভাবে রাসেল ও আমিরুল সহ ৪/৫ জনের একটি দল ফারুকের বাড়িতে হামলা চালিয়ে তার ঘরের আসবাবপত্র ভাংচুরসহ বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকা ও একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এ সময় ফারুকের মা মোছাঃ আমীনা খাতুন(৬০) ও ছোট মা মোছাঃ পূর্নিমা খাতুন (৪৫) কে মারধোর করে চলে যায়।এতে ফারুকের দুই মা আহত হয়।
এ ঘটনায় শাহজাদপুর থানার এস আই মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে তিনি বলেন, অভিযোগ পেলে এ ঘটনার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply