বার কাউন্সিল ২০২১-২০২২ মেয়াদে বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান (পিপি জেলা ও দায়রা জজ আদালত সিরাজগঞ্জ) সদস্য মনোনিত হওয়ায় শাহজাদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শাহজাদপুর আইনজীবী সমিতি ভবনে আলহাজ্ব আব্দুর রহমান পিপি কে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ্যাডভোকেট মোঃফজলুল হক এর সভাপতিত্বে এ্যাডভোকেট কেএম মতিয়ার রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এ্যাডঃ শাহ জালাল মিয়া, এ্যাডঃ কে এম রায়হান উদ্দিন,এ্যাডঃ আঃ রউফ পান্না,এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন, এ্যাডঃ আব্দুস সাত্তার মোল্লা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডঃ আব্দুল হামিদ লাবলু, এ্যাডঃআঃ আজিজ জেলহক, এ্যাডঃ মোঃ আলী আকবর, এ্যাডঃ মোঃওয়াজেদ আলী, এ্যাডঃ আঃ মালেক সরকার, এ্যাড মোঃ জয় প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে স্বাস্থ্যবিধি মেনে বক্তারা আদালতের কার্যক্রম পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আলহাজ্ব মোঃ আব্দুর রহমান পিপি শাহজাদপুরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন সচিব প্রয়াত শেখ জহিরুল হক দুলালের আত্মার মাগফেরাত কামনা করেন।