কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রূপবাটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মসজিদের মাইক থেকে লোকজনকে দেশীয় অস্ত্রসহ রাস্তায় নামার আহ্বান জানানো হয়। এরপর কুলিয়ারচর, বাগধোনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাগধোনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে নজরুল প্রামাণিক।
স্থানীয়দের মতে, একটি খেলার মাঠের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামগুলোর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি এক কৃষককে ধান কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ছাড়া স্থানীয় বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে লাঞ্ছিত করার ঘটনাও সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে।
সংঘর্ষের পর উত্তেজিত জনতা কুলিয়ারচর গ্রামে হামলার চেষ্টা করলে অনেক গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যান। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, “পুরনো বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে