কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সকাল ৭:৩০ মিনিটে দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ ও সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্যo অধ্যাপক মেরিনা জাহান কবিতা। এসময় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ সহ সকল অংগ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় দলীয় অফিসে মুহু মুহু শ্লোগানে প্রকম্পিত হয়। এরপর শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী পুষ্পস্তবক অর্পন করেন। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলু, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কে, এম নাছির উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনিরুল ইসলাম শাহু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও, সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এদিন, মুক্তিযোদ্ধা সংগঠন , সাংবাদিক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর উদ্যোগে পোরসভা কার্যালয়ের সামনে খাবার বিতরণ করা হয়।