২৭ মে ২০২১ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরবাড়ী-বগুড়া মহাসড়কে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাবনা বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা এক প্রকৌশলী ও ড্রাইভার আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শাহজাদপুরের যুগ্নিদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে পাবনা বিএডিসির কর্মকর্তা সরকারি অফিসের গাড়িতে করে পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। সকাল সোয়া ৭টার দিকে শাহজাদপুরের যুগ্নিদহ ব্রিজ পার হয়ে তাদের গাড়ির চাকা ফেটে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর সাজ্জাদ হোসেন, বিএডিসির সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান খান ও ড্রাইভার সাইফুল ইসলামকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। আহত সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান খান ও ড্রাইভার সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
Leave a Reply