মোঃআশরাফুল ইসলাম রাজু
জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (PBGSI)–এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে একইসাথে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মানোন্নয়ন ও জবাবদিহিতামূলক প্রশাসনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপঙ্কর রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নীলফামারী।
তিনি বলেন, “এই পুরস্কার শিক্ষাখাতে গতিশীলতা বাড়াবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল করে তুলবে। শিক্ষা মানে কেবল ডিগ্রি নয়, গুণগত পরিবর্তন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নীলফামারী এবং জনাব মোঃ আশরাফ-উজ-জামান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.), জলঢাকা।
জনাব হাফিজুর রহমান বলেন, “এই স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত সাফল্য। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও মানবিক করে গড়ে তোলা।”
জনাব আশরাফ-উজ-জামান সরকার বলেন, “দক্ষ নেতৃত্ব, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং ফলাফলভিত্তিক মূল্যায়নের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা।
তিনি বলেন, “শিক্ষায় ভালো কাজ করলে সরকার তা মূল্যায়ন করছে—এই বার্তা পৌঁছে দিতে হবে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে।”