চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিনোদপুর বাজারে বৃহস্পতিবার (১৮ই মে ২০২৩) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একে,এম গালিভ খান এর নির্দেশে বিনোদপুর বাজারের সরকারি খাস জমির উপর নির্মিত অবৈধ স্থাপন করাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার{ ভূমি} ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন। অভিযানে সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এবং এলাকাবাসী। অভিযান পরিচালনা সম্পর্কে মি. জোবায়ের হোসেন বলেন, আগামীতে যারা সরকারি খাস জমির উপর অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা জমি নিজ দখলে রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply