মুন্সীগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ সচল হওয়ার এ নৌরুটের ফেরিতে যাত্রী চাপ ও ভোগান্তি দুইটি কমেছে। টানা ১ মাস ১৮ দিন বন্ধ থাকার পর গত সোমবার সকাল থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল ৭ টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ। আবার বাংলাবাজার ঘাট থেকেও লঞ্চ শিমুলিয়া ঘাটের দিকে আসছে। অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও অধিকাংশ লঞ্চেই মানা হচ্ছে না নিয়ম। তবে ধারণ ক্ষমতার চেয়ে কিছুটা কম যাত্রী নেয়া হচ্ছে।
যাত্রী রফিকুল ইসলাম বলেন, সরকার সব নৌরুটে লঞ্চ চলাচল আদেশ দিয়েছে। আসলে করোনা যাদের হওয়ার তাদের ঠিকই হবে। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আনোয়ার হোসেন নামের লঞ্চ কর্মচারী বলেন, এতদিন কাজ না থাকায় টাকার ধার করে কোনোরকমে জীবন চলেছি। আজ লঞ্চ চলছে ফলে কম বেশি যাই হোক টাকা আয় করা যাবে।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিবহন পরির্দশক মোহাম্মদ সোলেমান জানান, সরকারি নির্দেশনা মেনে বিধিনিষেধ মেনেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমান ৮৭ টি লঞ্চ সচল রয়েছে।
বিআইডাব্লিউটিএ শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, সকাল থেকে ১৭টি ফেরি চলাচল করছে । তবে ফেরিতে আর যাত্রীদের চাপ নেই। শুধুমাত্র যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।