তরুণদের প্রতিশ্রুতি: ‘প্রথম ভোট ধানের শীষে’,, পটুয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন ও ৬ নং মজিদবারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা-কর্মীসহ হাজারো জনতার উপস্থিতিতে এ অনুষ্ঠানটি পরিণত হয় জনসমুদ্রে।
শনিবার বিকেলে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেন—
“আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি এবং থাকব। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে।”
তিনি আরও বলেন—
“একটি দল নির্বাচন পিছিয়ে দিতে চায়, আমরা তাদের প্রতিহত করবো এবং সরকার গঠন করবো।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, সাবেক সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ আবদুল মান্নান
মোঃ মোস্তাফিজ রহমান, সদস্য, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি
এ্যাড. মোহসীন উদ্দিন, সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পটুয়াখালী
মোঃ আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি
প্রধান বক্তা: জনাব জাফর ইমাম শিকদার, সাবেক ভিপি, বরিশাল বিএম কলেজ।
সভাপতিত্ব করেন: সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি, ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপি।
বক্তাদের বার্তা
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান তুলে ধরে বলেন—
“তারেক রহমান নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে গিয়ে একসাথে কাজ করলেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরবে।”
এ পথসভায় অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনাব মোঃ রাকিব মৃধা, সভাপতি পদপ্রার্থী, কাকড়া বুনিয়া ইউনিয়ন ছাত্রদল, নেতৃত্বে এক বিশাল মিছিল ও বর্ণাঢ্য র্যালি নিয়ে শত শত তরুণ অংশগ্রহণ করে।মিছিলে স্লোগান তুললেন
“আমরা জিয়ার সৈনিক — তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক।।
“ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবো।”
“তোমার প্রতিক আমার প্রতিক ধানের শীষ ধানের শীষ,
“ছাএদলের যুবদলের নেতা মোদের কান্ডারী,তারেক রহমানের নির্দেশ মেনে নতুন বাংলাদেশ গড়ে তুলি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ,
অন্যদিকে, মোঃ কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপি, তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা দুজনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
বিশেষ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দঃ
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল বাসার মোকলেছ
যুগ্ম আহবায়ক আবুল খায়ের মৃধা
যুগ্ম আহবায়ক শিমুল মিরাজ।
যুগ্ম আহবায়ক নাজমুল মৃধা।
মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম।
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস।
সদস্য সচিব আতাউর রহমান যুবদল মির্জাগঞ্জ উপজেলা
আবদুল রহিম চান সভাপতি ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন যুবদল৷
সাবেক সাধারণ সম্পাদক, ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন বিএনপি মোঃ কামাল হোসেন
সভাপতি পদপ্রার্থী, ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়ন ছাত্রদল মোঃ রাকিব মৃধা।।নেতৃত্বে
সমাবেশে শত শত জনতারা তাদের কন্ঠে, বলেন।।বেগম খালেদা জিয়া,ও তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে পুরো মাঠ উত্তেজনায় ভরিয়ে তোলে।
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ সমাবেশে যোগ দেন।
পথসভা শেষে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।
Leave a Reply