নাছির মোড়ল যার রিদয়ে ধারন করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। মমতাময়ী দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন।
যখন থেকে, তিনি বুঝতে শিখেছেন তখন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিজেকেত তৈরি করছেন প্রতিনিয়ত যার সততা, নিষ্ঠা, ও আদর্শে প্রতিনিয়তই যে কাউকে মুগ্ধ করে দেয়।
নাছির মোড়ল, যার ইমেজের ভেতর খুঁজে পাওয়া যায় মা মাঁটির গন্ধ। তাঁর বিশেষ গুণ হল সদা মিষ্টিভাষী, বিনয়ী ও সত্যবাদি।
নাছির মোড়ল, জনপ্রিয়তা যার মানবিক সত্তাকে অহংকারী করেনি বরং করেছে অতি মানবিক। জীবন তাকে নিয়ে গেছে সাধারণ মানুষের গভীর থেকে গভীরে, জীবনের কাছাকাছি। তিনি নিজের চাওয়ার পাওয়া, নিজের কষ্টের বিষয়টি কখনোই কাউকে বুঝতে দেন না। ক্ষমতা, পদ বিমুখ এই মানুষটি কখনো নিজের না পাওয়া কষ্টগুলো কাউকে বুঝতেও দেন না।
নাছির মোড়ল, যখনি কোনো ভালো মহৎ কাজের জন্য উদ্যোগ নেন ঠিক তখনি, উনাকে দাবানোর জন্য বার বার প্রতি নিয়ত বাঁধাগ্রস্থ করার জন্য একদল কুচক্রী নামধারী সার্থবাদি মহল কমর বেধে উঠে পরে লেগেছেন। কুচক্রের কিছু কিছু বিশ্বাস ঘাতক, দালাল, সার্থবাদি নামধারী কিছু অসত রাজনৈতিক ব্যক্তি, যারা ভিবিন্ন মাদক মামলার সাথে জরিতো সন্ত্রাসীদের নিয়ে, যারা জনগণের বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা নিয়ে খেলা করছেন।
(তাঁরা ৮ সেকেন্ডের একটি ভিডিও এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে, নাছির মোড়লকে মদ্যপায়ী অপবাদ দেওয়ার চেষ্টা করছে)।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। মমতাময়ী দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন।
তার বিরুদ্ধে এই সব ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীরা পার পাবেননা।
গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন, নির্যাতিত সাধারণ মানুষের
ভালোবাসা যার সাথে সব সময় থাকে। তাকে মিথ্যে সাজানো বানোওয়াট অপবাদ দিয়ে কোনো লাভ হবেনা।
জয় হোক মানবতার, জয় হোক ছাত্রলীগ নেতা নাছির মোড়লের।
Leave a Reply