
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আর্ন্তবর্তীকালীন সরকার রাস্ট্রের নীতির নির্ধারনীর বিষয়ে এ ধরনের কোন প্রদক্ষেপ গ্রহণ করতে পারে না। সরকারের এ অস্বাভাবিক প্রক্রিয়ায় চট্টগ্রামসহ দেশের সব বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ একাত্তর পার্টির সাধারণ সম্পাদক মো: নাজিম হোসেন। তিনি বলেন বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং চুক্তির শর্তও জনগণের সামনে প্রকাশ করা হয়নি।তিনি বলেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পূর্বের বক্তব্যে হারাম হলে বন্দর চুক্তি সম্পাদন হালাল কেন? দীর্ঘ মেয়াদে বন্দর বিদেশিদের হাতে দিতে সরকারের জোর-জবরদস্তি, অস্বাভাবিক আচরণ বলে মনে করে তিনি। তিনি বলেন এ সরকারের অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির নিকট কনটেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে ও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী।
একাত্তর পার্টির পক্ষ থেকে এসব অপতৎপরতা বন্ধ করে, দেশের আইন-শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারে মনোনিবেশ করার আহ্বান ও সতর্কতা জানানো হয়। বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর নিয়ন্ত্রণের চুক্তি থেকে সরকার সরে না এলে হরতালসহ কঠোর কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দেন এই নেতা।
Leave a Reply