 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদকঃ- অপরাধীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
জঙ্গিবাদ, সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারি দমনে আইন শৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে দাবি করে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের কেবল একটাই পরিচয় তারা সন্ত্রাসী। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তবে এক্ষেত্রে দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
বুধবার (৭ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বাজার প্রাঙণে আয়োজিত বিশালপুর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।
সমাবেশে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সার্কেল মো. সজীব শাহরীন, শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, ৭ নং ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক,দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক সবুজ চৌধুরী, স্থানীয় বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,রানীরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুদ্দিন, ইউপি সদস্য শামীমা আক্তারসহ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম।
 
 
                                                
Leave a Reply