স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তারি ধারাবাহিকতায় আজ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চতলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি চরপুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান (সুরুজ)মাষ্টারের সভাপতিত্বে ও হাজী আব্দুস সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামান আব্দুন নাসের (বাবুল), আরও উপস্থিত ছিলেন চরপুটিমারি ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক, কৃষক লীগের সভাপতি,ছাত্রলীগ সভাপতি -সম্পাদক সহ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি -সম্পাদক সহ স্থানীয় জনগন।অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ১নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান (সোহাগ),
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এড.নাসের বাবুল বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যখন বীর বাঙালি যুদ্ধ করেন বাংলাদেশ স্বাধীন করে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটাই স্বপ্ন ছিল বাংলার জনগণকে সাথে নিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ শীল সোনার বাংলাদেশ গড়ে তোলা কিন্তু স্বাধীনতা বিরোধী একটি দল ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে ফলে তারা শুধু তাকেই হত্যা করেনি তারা হত্যা করেছে বাংলাদেশকে এবং বাংলার মানুষকে তারা কখনো চাইনি দেশের উন্নয়ন হোক কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ কে সুসংগঠিত করে শক্তিশালী করেছেন এবং দেশ পরিচালনার মাধ্যমে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। দেশকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য বিশেষ মুনাজাত এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।