স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব।
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫, বুধবার:
যৌথ আয়োজনে শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ এর উদ্যোগে আজ সকাল ১১টায় রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ঢাকা জেলার অসংখ্য শ্রবণ প্রতিবন্ধী ও বধির জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সামাজিক পুনর্বাসনের দাবিতে মাননীয় জেলা প্রশাসক, ঢাকা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন।
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, দেশে এই জনগোষ্ঠীর জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে উল্লেখযোগ্য সহায়তা, অনুদান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে নিম্নোক্ত সাত দফা দাবি উত্থাপন করা হয়
1. সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য স্থানীয় সরকারি ভূমি বরাদ্দ।
2. ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থিক পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি ও আবাসন নির্মাণ।
3. সকল বধির ব্যক্তির জন্য সামাজিক নিরাপত্তা, সার্বিক সহায়তা ও আইনগত সেবা প্রদান।
4. ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু ও জিআর চাল বরাদ্দ প্রদান।
5. বধিরদের যাতায়াত সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়া ব্যবস্থা চালু।
6. বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান।
7. আসন্ন ঢাকায় জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান, সার্বিক নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতকরণ।
এই কর্মসূচিতে শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন (বধির)।
Leave a Reply