আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ৫হাজার ৬শত পিস ই-য়াবা ও নগদ টাকাসহ মনির হোসেন (৩৪) ওরফে পি-স্তল মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী শেষ মোড় এলাকার এশিয়ান হাইওয়ে রোড থেকে তাকে গ্রে-ফতার করা হয়। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী পি-স্তল মনিরের কাছ থেকে নগদ ১লাখ ৮৫হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত পি-স্তল মনির উপজেলা শ্রীপুরের উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।