মোঃ আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের মসজিদ মোড়ের, মা মণি নামের একটি ফামের্সি মালিক মোঃ হাসিবুল ইসলাম বাদশা (৪০)কে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ মাস প্রধান আসামি রুবেল সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (৮’ই সেপ্টেম্বর ২০২৫) মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকা থেকে, প্রধান আসামি রুবেল সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন,
গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের, মোঃ আলী আকবরের বড় ছেলে মোঃ রুবেল (২৬) তাঁর ঘনিষ্ঠ সহযোগী সাব্বির হোসেন (২২) ও সজিব হাসান (২০)।
গত (১’লা জানুয়ারি ২০২৫) পৌর ৮ নং ওয়ার্ড মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী মোঃ হাসিবুল ইসলাম বাদশা (৪০)কে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়। নিহত হাসিবুল শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মণি নামের একটি ফামের্সি চালাতেন।
নিহত ব্যক্তির স্ত্রী মাহমুদা আক্তার বলেন, গত ১ জানুয়ারি রাতে বাবার বাড়ি থেকে প্রাইভেট কারে বাসায় ফিরছিলাম রাত সোয়া ২:টায় বাসার সামনে রাস্তায় গাড়ি রেখে আমার স্বামী দোকানে চাবি আনতে যান। এ সময় রুবেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ছেলেরা আমাদের গাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। একপর্যায়ে আমি সহ গাড়িতে থাকা নারীদের হেনস্তার চেষ্টা করেন। এ সময় গাড়িচালক শিমুল এসে বাধা দিলে তাঁকেও মারধর করেন।
মাহমুদা আরও বলেন, আমার স্বামী হাসিবুল রুবেল’কে হাত বুলিয়ে হাতজোড় করে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু রুবেল ও তাঁর সহযোগিরা সবাই মাদকাসক্ত ছিলো তাঁরা আমার স্বামী’র অনুরোধের তোয়াক্কা করেননি। এরপর তাঁরা বাসায় ঢুকে গেট বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে আমার স্বামী হাসিবুল’কে বাড়ির উঠানে রাখা ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে রুবেল ও তাঁর সঙ্গীরা। এতে তিনি মাঁটিতে লুটিয়ে পড়েন। যাওয়ার সময় হামলাকারী কিশোর গ্যাংটি হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
কিশোর গ্যাং লিডার রুবেল ও তাঁর সহযোগিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পর থেকে সন্ত্রাসীরা আত্মগোপনে ছিলেন। গতকাল (৮’ই সেপ্টেম্বর ২০২৫) সোমবার দিবাগত রাতে গোপন সূত্রে পুলিশ তাঁদের অবস্থান জানতে পারে। এরপর পুলিশ একাধিক সদস্য নিয়ে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার একটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা এ সময় পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ওষুধ ব্যবসায়ী মোঃ হাসিবুল ইসলাম বাদশা’কে হত্যার প্রধান আসামি রুবেল সহ তাঁর সহযোগিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
Leave a Reply