আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:গাজীপুরে শ্রীপুর উপজেলার জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (আমির হোসেন) এর উপর মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর নেতৃত্বে হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার সময় হামলা করে মাদক ব্যবসায়ী বহেরারচলা গ্রামের হাসমত আলীর ছেলে তাজারুল ইসলাম।এই ঘটনায় আমির হোসেন গত শুক্রবার দিন বিকেলে শ্রীপুর থানায় মাদক ব্যবসায়ী তাজেরুলসহ ৭-৮ড়অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার শিকার আমির বলেন, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার বহেরাচালা এলাকার চেরাগআলী মোড়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির রাজনৈতিক নেতারা মাদক বিরোধী আলোচনা সভা করে।আলোচনা সভায় তারা এলাকায় মাদকের কবল থেকে যুব সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদক ব্যবসায়ীরা যাতে সমাজে মাথা উঁচু করে দাড়াতে না পারে সেই ব্যপারে প্রসাশনের দৃষ্টি কামনা করেন। ঠিক ঐ দিন রাতে শ্রীপুর থানা পুলিশ তাজরুলের বাড়িতে মাদকের অভিযান চালায়।
এই ঘটনার ক্ষোভেই তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিএনপি অঙ্গ সংগঠনে নেতারা বিক্ষোভ মিছিল করে দ্রুত সময়ের মধ্যে তাজারুল কে গ্রেফতারের দাবী করেন। অভিযুক্ত তাজেরুল ইসলামের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় গত শুক্রবার রাত ৮টার দিকে বিএনপি নেতারা বিক্ষোভ মিছিল করে।শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।