শেখ মোঃহুমায়ুন কবির,সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৫ দিন পর, উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর তাসমিয়া কসমেটিকস কারখানার সংলগ্ন গভীর জঙ্গল থেকে, রামিমুল হাসান বিজয় (১৪) নামের এক কিশোরের গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনায় আপন চাচা সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কেওয়া চন্নাপাড়া এলাকার নোমান বেপারীর ছেলে। সে চন্নাপাড়া শতদল কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
(০১'ই অক্টোবর ২০২৩) রবিবার বিকালে শ্রীপুর মডেল থানা'র একটি নির্ভরশীল সূত্র এ তথ্য নিশ্চিত হয়েছে। পুলিশ জানিয়েছে, আপন বড় ভাইয়ের ছেলে রামিনুল'কে হত্যার পর থানা'য় গিয়ে জিডি করেন চাচা জুয়েল বেপারী।
নিহত রামিমুল হাসান বিজয় (১৪) গাজীপুরের শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে।
আটককৃতরা হলেন, নিহত রামিমুল হাসান বিজয়ের আপন চাচা জুয়েল বেপারী, একই গ্রামের জিহাদ ও ময়মনসিংহ জেলা'র নান্দাইল থানা'র ধলিয়া গ্রামের শামীম।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর মডেল থানা'র এক কর্মকর্তা জানান, নিখোঁজ জিডি পাওয়ার পরপরই শ্রীপুর মডেল থানা'র একাধিক টিম বিজয়কে উদ্ধারে জন্য মাঠে নামেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জিহাদ'কে স্থানীয় চন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
তারই দেয়া তথ্যের ভিত্তিতে শামীমকে নেত্রকোনা'র নান্দাইল থানা'র ধলিয়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া থেকে, রামিমুল হাসান বিজয় (১৪) এর আপন চাচা জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়, জুয়েল বেপারী'কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিজয়ের গলাকাটা গলিত মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মোঃ নাসিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জিডির সূত্র ধরে তিন জন'কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মূল রহস্য বের উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।