১৭/০৩/২০২৩ নিজমাওনা নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া জাকের সংগঠনের উদ্যোগে ৫ম সুন্নী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত। প্রধান অতিথি আল্লামা হযরত আমিন আহমেদ আল-মোজাদ্দেদী সাহেব, সভাপতি আলহাজ্ব আইন উদ্দিন আহম্মেদ মাস্টার,সহ সভাপতি গিয়াস উদ্দিন মোজাদ্দেদী, উদ্বোধনী বক্তা আলহাজ্ব হাফেজ মাওলানা নাসির উদ্দীন ফারুকী,প্রধান বক্তা শায়েখ সৈয়দ হাসান আল-আজহারী, বিশেষ বক্তা মুফতি মোঃ আলী আজগর মন্ডল, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সরকার, ইসলামী সংগীত পরিবেশন করেন নিজমাওনা বাজার মোজাদ্দেদীয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাএ ও মোজাদ্দেদীয়া শিল্পীগোষ্ঠী মাহফিল পরিচালনায় ডা: মোঃ জানে আলম ও হাফেজ মোঃ জাহিদুল ইসলাম অভ্যর্থনায় মোঃ আব্দুর রহিম মোজাদ্দেদী ও আঃ মতিন মোজাদ্দেদী, আরো উপস্থিত ছিলেন রাকিব হাসান বিশিষ্ট ব্যবসায়ী মাওনা চৌরাস্তা,ইসহাক আহমেদ মন্ডল ,মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম,সৈয়দ রশিদ,মোঃ শেখ ফরিদ, সার্বিক সহযোগিতায় : নিজমাওনা নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া জাকের সংগঠনের সকল সদস্যবৃন্দ ।
Leave a Reply