নাদির পারভেজ স্টাফ রিপোটারঃ-গাজীপুরের শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটসের কাব কার্ণিভাল-দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কাবদের যেমন খুশি তেমন সাজ আয়োজনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান বিকেল সাড়ে চারটার দিকে নবাগত কাবদের দীক্ষার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও স্কাউটসের জেলা যুগ্ম সম্পাদক মোঃ আমানুল্লাহ-র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর একেএম ওবায়দুল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পারুল খানম,শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছান, স্কাউটসের শ্রীপুর উপজেলার কমিশনার আব্দুল বারি, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা আক্তার প্রমূখ।
Leave a Reply