শিরোনাম :
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান

শ্রীমঙ্গলে বৃষ্টিতে মাটির ঘর ধ্বসে আহত ২ জন

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২৮ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গান্ধিছড়া চা বাগানের মডেল হাউজ বস্তিতে সোমবার দিবাগত রাতে হঠাৎ করে আসা বৃষ্টির পানির কারনে মাটির ঘর ধ্বসে ২ জন আহত হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বৃষ্টির পানিতে মাটির দেয়াল ধ্বসে সুশীল দাশ (৩৭) ও তার স্ত্রী মায়া দাশ গুরুত্বর আহত হয়েছেন। গুরুত্বর আহত দুজনকে মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত মায়া দাস বলেন, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ করে আমার বসত ঘরের মাটির দেয়াল ধ্বসে আমাদের উপরে এসে পড়ে। অনেক কষ্ট করে গুরুত্বর আহত অবস্থায় ধ্বসে পড়া মাটির ধংসস্তুপ থেকে বের হই। বের হয়ে দেখি পাশের আরেকটি ঘর পুরোপুরি ভেঙ্গে গেছে। সাথে থাকা আরো ৮টি ঘর পুরোপুরি না ভাঙ্গলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
যা যে কোন সময় সেগুলো ভেঙ্গে পড়তে পারে। ঘরটি তাদের উপরে পড়ায় তারা মাথা ও শরীরের বিভিন্ন অংশে বেশ আঘাত পান।
সামাজিক প্রিতম দাস বলেন, আমরা সকাল বেলা খবর পেয়ে ঘটনাস্খলে যাই, সেখানে গিয়ে দেখি অসহায় এই মানুষগুলো ভাঙ্গা ঘরের সামনেই আহত অবস্থায় বসে রয়েছেন। আমরা তাদেরকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা দিয়েছি। আরো ব্যবস্থা করছি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত দুজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাদের ক্ষয়ক্ষতি নিরুপন করে তাদের ঘরবাড়ি নির্মান করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com