বিজয় বাইন ভোলা জেলা ব্যুরো প্রধানঃভোলা পৌরসভাধীন দেবেন্দ্র কাহালী লেনস্থ (মোনালিসা গলি) শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা ও দুর্গা মাতা মন্দিরের পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাহা এতদিন টিনের ছাউনির নিচে ও বাঁশের খুঁটির উপর স্থাপনার মধ্যে প্রায় ৬০ বছর ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বী গন পূজা অর্চনা করে আসছেন। সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে মন্দিরটি আধুনিক স্থাপত্যে একটি তিন তলা পাকা ভবন হিসেবে রূপ নিতে যাচ্ছে।মন্দিরের পাকা ভবন নির্মানের উদ্দেশ্যে সম্প্রতি পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ও মন্দির নির্মান কমিটি করা হয়েছে। নতুন কমিটি ও এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণের পক্ষ থেকে এই মহতি উদ্যোগে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।গত ২৬ এপ্রিল ২০২৫, শনিবার মন্দির নির্মাণ কমিটির বিশেষ সভায় পাকা ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ০২ মে ২০২৫, শুক্রবার ধর্মীয় বিধি অনুযায়ী মন্দিরে রক্ষিত প্রতিমা বিসর্জন প্রদান করা হয় এবং ০৯ মে ২০২৫, শুক্রবার শুভ উদ্বোধনের মাধ্যমে মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসী ও ভক্তবৃন্দের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি হতে চলেছে একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনস্থল।নতুন কমিটির পক্ষ থেকে সভাপতি মৃনাল কান্তি চক্রবর্তী (বিষু), সাধারণ সম্পাদক সজল কুমার দেব নাথ, ও প্রচার সম্পাদক বিজয় বাইন—সহ সংশ্লিষ্টরা সকল সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও শুভানুধ্যায়ীদের মিলন মেলায় উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন কাজ সম্পন্ন করেন ও মন্দিরের পাকা ভবন নির্মাণ কার্যক্রমে সকল সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ এবং সর্বোতভাবে সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।