সুমন খান:
ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ ভূমিকা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এসআই জিয়াউর রহমান। তার নিরলস পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার ফলেই একের পর এক পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসআই জিয়াউর রহমানের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, জিয়াউর রহমানের পেশাগত সততা, কর্মনিষ্ঠা ও সাহসিকতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে পরোয়ানা তামিলের কাজে নিয়োজিত রয়েছেন। একাধিক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি নেতৃত্ব দিয়ে সফলভাবে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করেছেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন,
যে অফিসাররা নিঃস্বার্থভাবে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এসআই জিয়াউর রহমান সেই শ্রেণির এক সাহসী ও দায়িত্ববান অফিসার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন উদ্যোগকে পুলিশের মনোবল বৃদ্ধির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এসআই জিয়াউর রহমান পুরস্কার পেয়ে বলেন,
এই স্বীকৃতি আমার নয়, এটি পুরো টিমের পরিশ্রমের ফল। আমি দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
বর্তমানে অনেক পুলিশ সদস্য দায়িত্বের বাইরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও এসআই জিয়াউর রহমানদের মতো কর্মঠ অফিসাররাই পুলিশের ভাবমূর্তিকে জনসাধারণের কাছে আরও উজ্জ্বল করে তুলছেন।
Leave a Reply