মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর এক সদস্যকে গ্রেফতারকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহিন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) জুম’আর নামাজের পর নৌবাহিনীর সদস্য মো. আলিফ নিজ বাড়ি শেরনগর পূর্বপাড়া থেকে গ্রেফতার হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মাহিন সরকারের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তার ফুপাতো ভাই আলিফকে সেখান থেকে আটক করা হয়েছে।
শনিবার বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তারা জানান, মাহিন সরকারের বাড়িতে কোনো তল্লাশি চালানো হয়নি এবং কোনো অর্থও উদ্ধার হয়নি।
নেতৃবৃন্দ বলেন, মাহিন সরকারের জনপ্রিয়তাকে নষ্ট করতে একটি মহল ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা।
ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী বলেন, “মাহিন সরকারের বিরুদ্ধে এসব অপপ্রচার গণঅভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র। জনগণ ও সাংবাদিক সমাজ একযোগে এ ধরনের অপপ্রচার প্রতিহত করবে।”