মোঃ হোসেন চৌধুরী লক্ষ্মীপুর প্রতিনিধি
গত ০৬.০৮.২০২৫খ্রি. তারিখ বুধবার, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন উত্তর জয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম চৌপল্লী গ্রামের কাঁশারী বাড়ি নিবাসী ওমান প্রবাসী বাহারকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে তার পরিবারের শিশু সহ ১০ দশ সদস্য একটি মাইক্রোবাস ভাড়া করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে ভোর ৬ ঘটিকায় নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্র গঞ্জ মসজিদের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াপদা খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে থাকা ১১ জন যাত্রীর মধ্যে ০৭ জনের মৃত্যু হয়। বাসটিতে থাকা প্রবাসি বাহার সহ ৪ জন বের হলে প্রানে বাঁচতে পারে।
পানিতে ডুবে যাওয়ার কারনে শিশু সহ নারী রা বের হতে পারেনি (০৪ জন মহিলা ও ০৩ জন শিশু) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এতে পুরো এলাকা জুড়ে ছিলো মেঘাচ্ছন্ন শোকের ছায়া, ৭ টি লাশের একই সাথে নামাযের জানাজা হয়, সাতটি কবর খোড়া হয়, একে একে সাতটি লাশ কবর দেওয়া হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জনের মৃত্যুর খবর পেয়ে নিহতদের বাড়িতে ছুটে যান জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর।উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এবং উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর এর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও বিদেহী আত্মার শান্তি কামনা করে কবর জেয়ারত করেন। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূইয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মোবাইল ফোনে প্রবাসী বাহারের সাথে কথা বলে সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন,নিহতদের পরিবার বর্গদের আর্থিক সহায়তা সহ সকল রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
Leave a Reply