স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী,
(২৫মে) রাতে রাজধানী মধ্যবাড্ডায় এলাকায় গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এই ঘটনা ঘটে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম, হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
(ওসি) সাইফুল ইসলাম বলেন,কে বা কারা এ হত্যা করেছে এখনো তা জানা যায়নি। এই ঘটনার খোজ নিতে আমাদের টিম কাজ করছে।
ঘটনাস্থলে নিহতের ভাগ্নি জামাই ইসমাইল হোসেন জানান,মাক্স পরা দুজন ব্যক্তি এলোপাতাড়ি ভাবে গুলি করতে থাকে।গুলিতে কামরুল ইসলাম সাধন পরে যান।এর পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় সাধন কে,জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়।কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাধনের বুকের ডান ও বাম পিঠে গুলি লেগেছে।