স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,২৮জেলায় কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়ার ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সন্ধ্যা সাতটার মধ্যে, শরীয়তপুর,চাঁদপুর,মাদারীপুর,খুলনা,গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ,সুনামগঞ্জ, জামালপুর,শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ জেলা সমূহ সহ বৃষ্টিও ঝোড়ো হাওয়ার বজ্রপাত সৃষ্টি হতে পারে।
ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার বয়ে যেতে পারে এমনকি বজ্রপাত ও সৃষ্টি হতে পারে।বজ্রপাত ও দমকা হওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।