এস এম জসিম, বিশেষ প্রতিনিধি
রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করার অধিকার নিশ্চিত করা এবং আমদানিকৃত ও দেশীয় মোবাইলফোন পণ্যের ওপর সমান করনীতি প্রণয়নের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি রায়হান পারভেজ, সালাউদ্দিন অপু, যুগ্ম সম্পাদক দীপঙ্কর দত্ত রনি, খোকন মিয়া, সহসাধারণ সম্পাদক দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক আকিল রবসহ পরিষদের নেতৃবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল, সাবেক সভাপতি আবু তালেব, সহসভাপতি আলহাজ্ব সেলিম ও বজলুল রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমদানিকৃত মোবাইল পণ্যে ৫৭ শতাংশ কর আর দেশীয় উৎপাদনে মাত্র ৭.৫ শতাংশ কর আরোপ করা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর বৈষম্য তৈরি করেছে। এতে আমদানিনির্ভর ব্যবসা টিকে থাকার সংগ্রামে পড়ে গেছে, বাজারে মোবাইলফোনের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং সাধারণ ভোক্তা ভোগান্তিতে পড়ছেন।
তারা বলেন, অস্বাভাবিক করনীতি ব্যবসাবান্ধব নয়; বরং বাজারে একচেটিয়া সুবিধা তৈরি করছে। দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কাঠামোও এ নীতির কারণে হুমকির মুখে পড়ছে।
ব্যবসায়ীরা সরকারের কাছে সমান করনীতি প্রণয়ন, বৈধ ব্যবসার সুরক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানান।